২৫ জুন, ১৯৯২। রিলিজ করল 'দিওয়ানা'। তৎকালীন তারকা ঋষি কাপুর আর দিব্যা ভারতীর সঙ্গেই পর্দায় এলেন তিনি, শাহরুখ খান। শ্যামবর্ণ, এলোমেলো চুল, দ্রুত কথা বলা সেই নায়ককে যেন কোনওভাবেই তথাকথিত বলিউডি নায়কের ধাঁচে ফেলা যায় না। অথচ, সেই তিনিই হয়ে উঠলেন আসমুদ্রহিমাচলের 'বাদশা'! তিন দশক পেরিয়েও, তিনটি প্রজন্ম জুড়ে যাঁর মাধুর্য একইরকম অমলিন! ২ নভেম্বর, তাঁর ৫৭-তম জন্মদিনে শাহরুখের সবথেকে বড় হিট ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' দেখাবে বলে ঠিক করেছিল কলকাতার একাধিক মাল্টিপ্লেক্স। ঘোষণা করা হয়েছিল মাত্র একদিন আগেই। অথচ, তার মধ্যেই সব মাল্টিপ্লেক্সের সব শো হাউজফুল!
যেখানে একটি শো হাউজফুল করতেই মাথার চুল ছিঁড়ে ফেলতে হচ্ছে হল মালিকদের, সেখানে একদিনের জন্য হলেও তাঁদের ভরসা হয়ে উঠলেন সেই চিরাচরিত শাহরুখ খান! দু'হাত ছড়িয়ে সর্ষেখেতে দাঁড়িয়ে তাঁর ভালবাসার আহ্বানের দিকে ছুটে চলেছে গোটা দেশ। যেমনভাবে আলোর দিকে ধেয়ে যায় আত্মহননেচ্ছু পতঙ্গ!
২০১৮ সালে 'জিরো' ফ্লপ হওয়ার পর বড় পর্দায় টানা ৪ বছর শাহরুখের কোনও পূর্ণাঙ্গ ছবি মুক্তি পায়নি। তবে, তাতে কি আর রাজার আসন টলে! চির নক্ষত্রের মতোই তিনি এখনও রয়ে গিয়েছেন তাঁর সিংহাসনটি নিয়ে সমস্ত সিনেমাপ্রেমীর হৃদয়-আকাশে। তাতে লেগে থাকে জীবনের গান। সূর্যের উল্লাস।
ডিডিএলজে-র ২৭ বছর বাদেও ছবিটির শো নিয়ে এমন উন্মাদনা এ কথাই ফের প্রমাণ করল।