কেকে(kk)—র সমালোচনা করায় তাঁর মৃত্যুর পর বিতর্কের শিরোনামে ছিলেন গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। আরও একবার ফের বিতর্কের কেন্দ্রে তিনি। তবে এবার বিতর্কের কারণ অন্য।
শুক্রবার ফেসবুকে রূপঙ্কর তাঁর নিজের গাওয়া একটি নতুন গানটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লেখেন 'পরম্পরা'। কিন্তু গানটি পোস্ট করার পরেই সেটির সুর নিয়ে ফের ট্রোলের মুখে পড়েন গায়ক। নেটিজেনদের অনেকে লেখেন, রূপঙ্করের গানের সুরটি রহেনা হ্যায় তেরে দিল মে (RHTDM) ছবির ‘দিলকো তুমসে প্যায়ার হুয়া’-র গানের অনুকরণে করা। অনেকেই বিষয়টি নিয়ে ফেসবুকে পেজে রূপঙ্করের বিরুদ্ধে তির্যক মন্তব্য করেন।
India vs Ireland:রবিবার T20 সিরিজে হার্দিকের নেতৃত্বে আয়ারল্যান্ডের মুখোমুখি ভারত
তবে সবাই যে সমালোচনা করেছেন এমনটা নয়। কেউ কেউ রূপঙ্করের এই নতুন গানের প্রশংসাও করেছেন। যাঁরা রূপঙ্করের এই গানের সুর অন্য গানের নকল বলে দাবি করেছেন, তাঁদের সেই মন্তব্যের কোনও জবাব গায়ক এখনও দেননি।