কলকাতা বইমেলা (Kolkata International Book Fair) থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত (Rupa Dutta) । তাঁর বিরুদ্ধে রয়েছে কেপমারির অভিযোগ । শনিবার সন্ধ্যায় বইমেলা তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ ।
এদিন সন্ধ্যায়, বইমেলায় টহল দেওয়ার সময় পুলিশকর্মীরা দেখতে পান, এক মহিলা ডাস্টবিনে ব্যাগ ফেলে চলে যাচ্ছেন । পুলিশদের সন্দেহ হয় । তারপরই ওই মহিলাকে তাঁরা জিজ্ঞাসাবাদ করেন । প্রথমে তাঁর কাছে থেকে সদুত্তর না পাওয়ায় সন্দেহ আরও বেড়ে যায় । এরপরই তাঁর তল্লাশি নেওয়া হয় । তাঁর কাছে থেকে প্রায় ৭৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ । তাঁর কাছে থেকে একটি ডায়েরিও উদ্ধার হয়েছে, যেখানে কেপমারির সব টাকার হিসাব রয়েছে ।
আরও পড়ুন, Tmc : আসানসোলে শক্রঘ্ন সিনহা, বালিগঞ্জে বাবুল, উপ-নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা
জেরায় ওই মহিলা সব দোষ স্বীকার করে নিয়েছেন । তিনি জানান, বিভিন্ন মেলায় , বড় অনুষ্ঠানে, জনবহুল জায়গায় ঘুরে ঘুরে কেপমারি করতেন । পাশাপাশি তাঁর দাবি, তিনি একজন বলিউড অভিনেত্রী । কিন্তু, কেন তিনি এমন কাজ করছেন, সেই বিষয় খতিয়ে দেখছে পুলিশ । পুলিশের অনুমান, রূপা একটি বড় চক্রের অংশ। তাঁকে জেরা করে সেই চক্রের হদিশ পেতে চাইছে পুলিশ ।
প্রসঙ্গত, টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী । হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন । ২০১৪ সালে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন রূপা দত্ত ।