আর খুব একটা চুপ থাকার পক্ষপাতী নন কেউই। গত কয়েকদিন ধরে লাগাতার আরজি কর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলন চলছে। এর মধ্যেই আগুনে ঘি, এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। গত কয়েকদিন ধরে টলিউডে মেয়েদের সুরক্ষা, দাবি-দাওয়া, নিরাপত্তা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন টলিউডের অভিনেত্রীরা। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে-মিছিলে প্রথম থেকেই পা মেলাচ্ছেন সোহিনী, স্বস্তিকা, সুদীপ্তারা।
পরিচালক অরিন্দম শীলের ঘটনা সামনে আসার পর থেকেও সোশ্যাল মিডিয়ায় সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এই বিষয়ে তিনি প্রতিক্রিয়া জানান, ‘We need a safe workspace... please
We need social justice
সারাক্ষণ আতঙ্কে থাকলে মেয়েরা কাজ করবে কিভাবে?’
ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লেখেন, ‘Kursi ki peti baandh lijiye !
Mausam bigarhnewali hai !!’
উল্লেখ্য, সম্প্রতি, ওই অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ তুলে অরিন্দমের বিরুদ্ধে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন । অভিযোগের ভিত্তিতে দু'জনকেই ডেকে পাঠায় কমিশন । গোটা বিষয়টা, অর্থাৎ শুটিংয়ের দিন ঠিক কী ঘটেছিল, সেটা তিনি স্পষ্টভাবে জানান কমিশনকে । বারবার তিনি দাবি করেছেন, যা ঘটেছে তা অনিচ্ছাকৃত । এতে যদি অভিনেত্রীর খারাপ লাগে, অসম্মানিতবোধ করেন, তার জন্য ক্ষমাও চেয়ে নেন অরিন্দম । পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, "কমিশনের তরফে লিখিত দিতে বলা হয়। আমি রাজি হই। তবে কমিশনের তরফে লীনা গঙ্গোপাধ্যায় আমায় বলেন, অনিচ্ছাকৃত এই শব্দটি লেখা যাবে না। কারণ মেয়েটির তো খারাপ লেগেছে। আমি তাতেও রাজি হই। "
কমিশনের কাছে ক্ষমা চাওয়ার সেই চিঠিটা প্রকাশ্যে আসতেই অরিন্দমকে সাসপেন্ড করে ডিরেক্টরস গিল্ড ।