আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল' ২০২৪ সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবি গুলির মধ্যে একটি। ৮ এপ্রিল, আল্লু অর্জুনের জন্মদিনের দিনেই সামনে এসেছে ছবির টিজার। মুক্তির আগেই কার্যত কয়েক কোটি টাকা ঘরে তুলে ফেলেছে আল্লুর এই ছবি। ছবিটির প্রি-রিলিজ ব্যবসা নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই।
মুক্তির আগেই প্রায় ৫০০ কোটি টাকা আয় হয়ে গিয়েছে পুষ্পার নির্মাতাদের। ইতিমধ্যেই পুষ্পা-২ এর সমস্ত ভাষার স্বত্ত্ব রেকর্ড দাম ২৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে NETFLIX।
Pori Moni: পরীমণি মামলায় সাজা শোনাতে পারে আদালত, বিপাকে অভিনেত্রী
শুধু তাই নয়, সাম্প্রতিক রিপোর্ট বলছে রবিনা ট্যান্ডনের স্বামী অনিল থাদানি উত্তর ভারতে এই ছবির থিয়েটার অধিকার সুরক্ষিত করতে ইতিমধ্যেই ২০০ কোটি টাকা ঢেলেছেন। এছাড়াও পুষ্পা-২ এর টিজারেও ভিউজ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বলাই বাহুল্য, মুক্তির আগেই এই বহু প্রতীক্ষিত ছবির লক্ষ্মীলাভ জারি রয়েছে।