'পুষ্পা, দ্য রইস' সিনেমায় অল্লু অর্জুনের (Allu Arjun) সিগনেচার পোজ 'ঝুকেগা নেহি... (Jhukega Nehi Shala) কথা মনে আছে ? এবার সেই পোজেই দেখা গেল নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসকে (Eris Adamas) ! অবাক হচ্ছেন । এমনই ঘটেছে । সেই ছবি আবার অল্লু অর্জুন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন ।
সম্প্রতি,ভারতীয় প্রবাসীদের দ্বারা অনুষ্ঠিত নিউইয়র্কে ইন্ডিয়া ডে প্যারেডে দেশের প্রতিনিধিত্ব করেছেন অল্লু অর্জুন । তাঁকে সেখানে গ্র্যান্ড মার্শাল হিসেবে সম্মানিত করা হয়েছে । তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছেন নিউইয়র্কের মেয়র । সেই ছবিও পোস্ট করেছেন অল্লু । সেই ছবিগুলিতেই মেয়রকে 'পুষ্পা'-র সেই সিগনেচার পোস্টে দেখা গিয়েছে । এই ছবি পোস্ট করে তাঁকে সম্মান প্রদানের জন্য নিউইয়র্কের মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন অল্লু অর্জুন । ছবি প্রকাশ্যে আসার পরই ভালবাসা জানিয়েছেন অনুরাগীরা ।
আরও পড়ুন, Miss Universe competition: ২০২৩ থেকে বিবাহিতা এবং মায়েরাও অংশ নিতে পারবেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়
সম্প্রতি, অল্লু অর্জুন পরিচালক সুকুমারের 'পুষ্প: দ্য রুল'-এর শুটিং শুরু করেছেন । জানা গিয়েছে, এই ছবির কিছুটা অংশের শুটিং হবে বাংলায় । এই ছবির একটি ছোট্ট অংশে উঠে আসবে বাংলা । সেই অংশেরই শুটিং হবে বাঁকুড়াতে । আগামী জানুয়ারিতেই বাংলায় আসতে পারেন অল্লু অর্জুন ।