শীতের কলকাতায় শুটিং সেরেছিলেন 'বস'। একুশ বছর পর বাংলা ছবিতে কাজ। মাস দুয়েক পরেই রাখি গুলজারের ছবির রিলিজ। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'আমার বস'-এর পোস্টার প্রকাশ্যে এল।
সোমবার সকালে ছবির পোস্টার শেয়ার করল উইন্ডোজ। শিবপ্রসাদের কপালে স্নেহের চুম্বন এঁকে দিচ্ছেন রাখি ।
Loksabha 2024: কংগ্রেসের 'মুসলিম প্রীতি' নিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর, পাল্টা আক্রমণ হাত শিবিরের
ভরা পৌষে মুম্বই থেকে কলকাতা এসেছিলেন রাখি। শুটিং করেছিলেন ভিক্টোরিয়ার সামনে। হইহই করে বেশি বেশি টক দিয়ে ফুচকাও খেয়েছিলেন কলাকুশলীদের সঙ্গে। দিন কুড়ির শুটিং শেষ করে ফিরে গিয়েছেন মুম্বইতে। ছবিতে প্রথমবার সৌরসেনী মৈত্র জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে। ২১ জুন পর্দায় দেখা যাবে ‘আমার বস’-এর দাপট।