একের পর এক নতুন ছবি ও সিরিজের ঘোষণা! বৃহস্পতিবার ভারতীয় বিনোদন দুনিয়ায় যেন ঝড় বইয়ে দিল ওটিটি প্ল্যাটফর্ম 'আমাজন প্রাইম' (Amazon Prime video)। অতি জনপ্রিয় ওয়েব সিরিজ 'মির্জাপুর' (Mirzapur), 'পাতাললোক' (Patallok), 'ফ্যামিলি ম্যান' (Family Man), 'পঞ্চায়েত'-এর (Panchayet) পরের সিজনগুলি আসছে তো বটেই। তার সঙ্গে রয়েছে একাধিক প্রথম সারির তারকাদের নিয়ে তৈরি একেবারে নতুন ওয়েব সিরিজও (Web series)।
বাংলার জন্যও রয়েছে সুখবর। এই সিরিজগুলির একটিতেই অভিনয় করছেন প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বিক্রমাদিত্য মোতওয়ানে এবং সৌমিক সেনের তৈরি এই সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। সিরিজের নাম- 'জুবিলি' (Jubilee)।
আরও পড়ুন: ইউক্রেন থেকে ফেরা মেডিকেল পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসেনজিত ছাড়াও যাতে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাবি প্রমুখ। স্বাধীনতার পরের বলিউডের গল্প বলবে এই সিরিজ। যদিও, তা পুরোদস্তুর কাল্পনিক বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার প্রকাশ্যে এল পুরোদস্তুর পিরিয়ডিক ছোঁয়ায় তৈরি প্রসেনজিতের প্রথম লুক। এই সিরিজটির গল্প লিখেছেন অতুল সবরওয়াল। শেষবার বলিউডে প্রসেনজিতকে অভিনয় করতে দেখা গিয়েছিল ২০১২ সালে মুক্তি পাওয়া দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘সাংহাই’-তে।
বৃহস্পতিবার আমাজনের তরফ থেকে নতুন ২৯ টি ছবির ঘোষণা (Amazon Prime announced new series) করা হল। সেই তালিকাতেই রয়েছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের পয়লা হিন্দি সিরিজও- 'পিআই মিনা' ও। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন ‘আ সুইটেবল বয়’ খ্যাত অভিনেত্রী তানিয়া মানিকতলা। এই সিরিজের গল্প লিখেছেন অরিন্দম মিত্র।