বিগ ফ্যাট অনন্ত রাধিকার বিয়ে উপলক্ষে গত এক সপ্তাহ জুড়েই মায়ানগরীতে কার্যত উৎসবের মেজাজ। আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে বলিউড, হলিউড, দেশের তাবড় তাবড় শিল্পীদের মিলন মেলা হয়ে উঠেছিল মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব থেকে শুরু করে কিম কার্দাশিয়ান, জন সিনা, এমনকি ক্রিকেট বিশ্বের তাবড় তারকারা এসেছিলেন আম্বানিদের বিয়েতে। এমন হাইপ্রোফাইল বিয়েতেই হটাৎ তৈরি হয় বোমাতঙ্ক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে একটি পোস্ট, যেখানে একটি হুমকি বার্তা লেখা ছিল। @FFSFIR নামের এক এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট চোখে পড়ে মুম্বই পুলিশের। যেখানে লেখা ছিল, ‘মাথায় এক অদ্ভুত ভাবনা আসছে। যদি আম্বানির বিয়েতে একটি বোমা মারা হয়, অর্ধেক পৃথিবী ছিন্নভিন্ন হয়ে যাবে।’
এই পোস্ট দেখা মাত্রই নড়ে চড়ে বসে প্রশাসন। আম্বানিদের বিয়ে বাড়িতে আরও বাড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা। কে বা কারা এই পোস্ট করেছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মহারাষ্ট্র ক্রাইম ব্রাঞ্চ।