দিন পাঁচেকের মেগা ইভেন্টে কত-শত মুহূর্তের জন্ম হল। বলছি, অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে এবং বিয়ে সংক্রান্ত নানা অনুষ্ঠানের কথা। বিয়ের জাঁকজমক, বিলাস, আতিথেয়তা সব নিয়ে ভুরি ভুরি চর্চা হয়ে গেছে। তারপরেও আম্বানিদের 'বিগ ফ্যাট ওয়েডিং' নিয়ে রোজ কিছু চমকে দেওয়া তথ্য সামনে আসছে, অতিথিদের কী রিটার্ন গিফট দিলেন আম্বানিরা, জানেন? ২ কোটির হাতঘড়ি! হ্যাঁ অনন্তের গ্রুমসমেইডদের দেওয়া হয়েছে একটি করে বিলাসবহুল হাতঘড়ি।
শাহরুখ খান, রণভির সিং, অর্জুন কাপুর সহ মোট ২৫ জনকে দেওয়া হয়েছে একটি লাক্সারি রিস্ট ওয়াচ। অডেমার্স পিগোয়েটের ঘড়িগুলোর এক একটার দাম ভারতীয় মুদ্রায় ২ কোটি। কী রয়েছে সেই ঘড়িতে?
18 ক্যারেট রোজ গোল্ডে তৈরি সেই ঘড়ির ডায়ালটি গাঢ় নীল, সেটি আবার তৈরি নীলকান্তমণির, বলাই বাহুল্য বাজারে সহজলভ্য নয় এই হাতঘড়ি! প্রতিটি লিমিটেড এডিশনের। আম্বানি পরিবারে মহোৎসবের জন্য অর্ডার দিয়ে বানানো। ডি- ডে তে অনন্ত নিজেও ওই ব্র্যান্ডের-ই ঘড়ি পড়েছিলেন। তবে কিঞ্চিৎ দামি, কতো টাকার? ৫৪ কোটির।
মাস চারেক আগে অনন্তের হাতের একটি ঘড়ি দেখে প্রশংসা না করে পারেননি জুকারবার্গ দম্পতি। মনে পড়ে?
জামনগরে প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে অনন্তের হাতের ঘড়ি দেখে অবাক মার্কের স্ত্রী প্রিসিলা। সঙ্গে সঙ্গেই মার্ককে জানিয়ে দিলেন 'তাঁরও একটা চাই-ই চাই! অডেমার্স পিগোয়েটের ঠিক ওই মডেলটির দাম ছিল ১৪ কোটি। জুকারবার্গ দম্পতির রীতিমতো মনে ধরে যায় তা। মার্ক স্বীকার করেন, ঘড়ির শখ তাঁর নেই বললেই চলে, কিন্তু এই ঘড়িটা দেখে মনে হচ্ছে পরতেই হবে। প্রিসিলা তো বলেই ফেললেন, তাঁর ওটা চাই।
প্রিসিলা সে ঘড়ি কিনেছেন কিনা, জানা নেই।যেমন, জানা নেই, ৫৪ কোটির সেই ঘড়ি ঠিক সময় দেখাচ্ছে তো?