বিয়ে নয়, বলা ভাল বিয়ের ট্রেলার। এমন জাঁকজমকপূর্ণ প্রিওয়েডিং সচরাচর দেখাই যায় না! জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানই এখন টক অফ দ্য টাউন। গোটা পৃথিবী থেকে এসেছেন অতিথিরা। কিন্তু কোনও হোটেলে নয়, তাঁদের থাকার ব্যবস্থা হয়েছে বিলাসবহুল তাঁবুতে। সাইনা নেহাওয়াল ইন্সটাগ্রামে সেই তাঁবুর ভিডিও শেয়ার করেছেন।
দেখা যাচ্ছে, তাঁবুতে তিনটি ঘর। একটি ড্রইং রুম, তাতে সোফা এবং চেয়ার রয়েছে। বেডরুমে বিরাট বিছানা, টিভি, সোফা, স্টাডি টেবল- কী নেই! তৃতীয় ঘরটি ভ্যানিটি রুম৷ প্রতিটি ঘরই আয়তনে বিশাল, এসি তো রয়েছে বটেই।সাইনা ক্যাপশনে লিখেছেন, 'পারফেক্ট আম্বানি ওয়েডিং'।
বলিউডের একের পর এক পাওয়ার কাপলের উপস্থিতিতে আলোর বন্যা গুজরাতের জামনগরে। শুধু কী আম্বানিদের ফার্ম হাউজ, সেজে উঠছে জাম নগর বিমান বন্দর। তিন দিন ধরে সেখানে শুধু ভিআইপি-দের যাতায়াত। শনিবার সকালে দেখা গেল ভিকি ক্যাটকে। পাপারাৎজিদের পোজও দিলেন। এলেন কিরণ রাও-শাহিদ কাপুর, অজয় দেবগণরা।