ইনিংস শুরু হতে কিছুটা দেরি হলেও অভিনয়ের দক্ষতা এবং প্রতিভার জোরে অল্প দিনেই হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। ধারাবাহিক দিয়েই বিনোদন জগতে পা অভিনেতার। অম্বরীশের ৫০ তম ছবি ‘পারিয়া’। রবিবার ‘পারিয়া’র শুটিং ফ্লোরে কেক কাটলেন অম্বরীশ। নিজেকে ‘সিনেশ্রমিক’ বলে মে দিবসে একাধিক উদযাপনের ছবি শেয়ার করলেন অভিনেতা। ঘটনাচক্রে ৯ এপ্রিল ছিল ছবির অন্যতম অভিনেত্রী অঙ্গনা রায়ের জন্মদিন। একই দিনে কেক কাটলেন দুজনে।
Rupankar Bagchi: অঞ্জন দত্তের পরিচালনায় অভিনয় করছেন রূপঙ্কর, সত্যজিৎকে নিয়ে বাঁধছেন গান
অভিনেতার প্রথম ছবি ছিল ‘রাজা গজা নো প্রবলেম’, ধারাবাহিক , ওটিটি ছবিতে চুটিয়ে কাজ করে গিয়েছেন অম্বরীশ।