কোর্টরুম ড্রামার টানটান চিত্রনাট্য, এবং ক্লাইম্যাক্সেই টুইস্ট। প্রধান ভুমিকায় হলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী জনি ডেপ, অ্যাম্বার হার্ড। সেট তৈরি। তবে এ ছবিতে কোনও প্রযোজক পরিচালক নেই। কারণ এ ছবি রিলের নয়, রিয়াল লাইফের। জনি ডেপ এবং তাঁর প্রাক্তন স্ত্রী-এর আইনি লড়াই শেষ হল শেষমেশ। চুড়ান্ত নাটকীয় ভাবে তিনদিন, ১৩ ঘণ্টা ধরে চলল ফাইনাল হিয়ারিং। আদালতের রায় জনির পক্ষে। আদালত জানিয়েছেন, জনির বিরুদ্ধে করা অ্যাম্বারের গার্হস্থ্য হিংসার অভিযোগ মিথ্যা এবং অবমাননাকর, আর গল্পের টুইস্ট কোথায়? আদালত জানিয়েছে, জনি নিজেই বরং গার্হস্থ্য হিংসার শিকার। ক্ষতিপূরণ হিসেবে জনি পাচ্ছেন ১১৭ কোটি টাকা।
মামলা চলাকালীন জনি এবং অ্যাম্বারের নানা অডিও ক্লিপ সামনে আনা হয়। বিগত কয়েকদিন ধরেই সারা দুনিয়ায় হলিউডের এই প্রাক্তন সেলেব দম্পতির আইনি লড়াই ছিল চর্চায়। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই চোখে পড়ছিল অজস্র মিম।
২০১৮ সালে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার (Domestic violence)অভিযোগ নিয়ে ওয়াশিংটন পোস্টের কাছে প্রথম মুখ খুলেছিলেন অ্যাম্বার। যদিও সেখানে জনির নামের উল্লেখ ছিল না কোথাও। তার প্রেক্ষিতেই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও।