নিজের ফিটনেস ট্রেনার নূপুর শিখরের (Nupur Shikhre) সঙ্গে তাঁর দীর্ঘ দিনের প্রেম। এবার কি বিয়েটা করেই ফেলছেন আমির কন্যা আইরা খান (Ira Khan)? বলিপাড়ায় জোর জল্পনা।
নূপুরের সঙ্গে প্রেম নিয়ে কোনওদিন রাখঢাক করেননি আইরা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজেদের অন্তরঙ্গ ছবিও পোস্ট করেন। কিন্তু জল্পনা বাড়ে আইরার পোস্ট করা মঙ্গলবার রাতের একটি ছবিতে। সে ছবির মূল আকর্ষণ আইরার দিদা। তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আইরা খান ও নূপুর শিখরকে। এই ছবি নিয়েই জোর চর্চা নেট দুনিয়ায়।
Oversleeping effect on Health : প্রয়োজনের তুলনায় বেশি ঘুমোচ্ছেন ? সাবধান, বড় রোগ ডেকে আনছেন না তো ?
অনেকেরই ধারণা বিয়ের আগে দিদার সঙ্গে হবু বরের আনুষ্ঠানিক আলাপ পর্ব ছিল এটা।
আমিরের মেয়ে হয়েও বলিউডে এখনও সেভাবে দেখা যায়নি আইরাকে।