নিজেকে ভাঙেন গড়েন, ক্রমাগত নিজেকেই নিজে চ্যালেঞ্জ ছুড়ে দেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। এবার সামনে নতুন চ্যালেঞ্জ। আর বাল্কির নতুন ছবি ‘চুপ’-এ মিউজিক কম্পোজারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অমিতাভ।
পরিচালক আর বাল্কির সঙ্গে প্রথম থেকেই দারুণ বন্ধুত্ব অমিতাভের (Amitabh Bachchan)। বাল্কির ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’ একের পর এক ছবি করেছেন বিগ বি।
বিগ বি আদতে পারফেকশনিস্ট, যেমন তেমন করে কাজ করা তাঁর স্বভাব নয়, তাই সংগীত পরিচালক অমিতাভকে নিয়েও খুব উৎসাহী তাঁর ভক্তরা।
Morning Coffee: ঘুম থেকে উঠে কফি খাওয়া অভ্যাস? এক্ষুনি তাতে রাশ টানতে বলছেন বিশেষজ্ঞরা
প্রসঙ্গত, দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন বিগ বি। নিজেই সেই খবর সোশ্যাল মিদিয়ায় শেয়ার করেন। এর আগে অতিমারীর প্রথম পর্বে ২০২০ সালেও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ।