নিজেকে নিয়ে, নিজেদের খারাপ সময় নিয়ে যারা ঠাট্টা করতে পারেন, তাঁরাই আসল শিল্পী। অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) সেরকমই একজন সত্যিকারের শিল্পী।
অতিমারীতে (pandemic) অন্য অনেকের মতোই কর্মহীনতায় ভুগছেন বিনোদন জগতের মানুষেরা। রাতারাতি কাজ হারিয়েছেন অনেকেই। সম্প্রতি হালকা ছন্দে সে কথাই মনে করিয়ে দিলেন বিগ বি (Big B)।
সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ক্লোজ আপ ছবি পোস্ট করেছেন অমিতাভ। মাথায় হেড ব্যান্ড, একমুখ সাদা দাড়ি। ছবির তলায় বলিউডের শাহেনশার ক্যাপশন, "কাজ টাজ সব বন্ধ, শুধু দাড়ি বেড়ে চলছে"।
আপাত হালকা একটি পোস্ট, অথচ কথা কথা বলে দিয়ে গেল। অমিতাভ (Amitabh) নিজে হয়তো স্বেচ্ছায় কাজ থেকে দূরে রয়েছেন। দিন কয়েক আগেই পরিবারের কয়েকজন করোনা আক্রান্ত ছিলেন। কিন্তু কাজ বন্ধ থাকার পরিস্থিতি অনেকেরই, সারা দেশজুড়েই।