পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বেশ কয়েক বছর পর পর্দায় কাকাবাবুর প্রত্যাবর্তন (Kakababur protyaborton), সদ্য প্রকাশিত হল ছবির ট্রেলার। আর সেই ট্রেলার নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন কে জানেন? স্বয়ং বিগ বি (Amitabh Bachchan)। ট্রেলার শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন তাঁর ছবির জন্য। ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছিলই। এই ঘটনার পর যেন বাংলার দর্শকের আর ৪ ফেব্রুয়ারি পর্যন্তও তর সইছে না।
সরস্বতী পুজোর ঠিক আগের দিন এসভিএফ এর ব্যানারে মুক্তি পাচ্ছে সৃজিত-প্রসেনজিৎ জুটির তিন নম্বর কাকাবাবুর ছবি। নাম ভূমিকায় প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) তো আছেনই। আগের দুটি ছবির মতোই সন্তুর চরিত্রে দেখা যাবে আরিয়ান ভৌমিককেই (Aryan Bhowmick)। সুনীল গঙ্গোপাধ্যায়ের 'জঙ্গলের মধ্যে এক হোটেল' গল্প অবলম্বনে তৈরি সিনেমাটি।
বড় পর্দাতেও এবার একেন বাবুর গোয়েন্দাগিরি, হয়ে গেল ছবির শুভ মহরৎ