৫৭ বছর আগে রিলিজ করেছিল 'সাত হিন্দুস্তানি' ছবি। সেই ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। বাকিটা ইতিহাস। আজ, ১১ অক্টোবর সিনেমার জগতের কিংবদন্তি অমিতাভ বচ্চনের জন্মদিন ।জীবনের পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি । ৮০ পেরিয়েছেন আরও বছর দুয়েক আগে, তবুও বলিউডের এই অভিভাবকের কাছে বয়স কেবলমাত্র একটা সংখ্যা।
তিনি সাক্ষাৎ এক লিভিং লিজেন্ড। বলা যায় তিনিই ইন্ডাস্ট্রি। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কথা বলা ধৃষ্টতারই নামান্তর। বিগ বি পা রাখলেন ৮৩ বছরে। নিজের সময় তো একাই পর্দা কাঁপিয়েইছেন আজও ‘কলকি’র মত ছবিতে তিনি অভিনয়ে টেক্কা দেন এযুগের সুপারস্টারদেরও।
১৯৬৯-এ চলচ্চিত্র জগতে অমিতাভের পা রাখা মৃণাল সেনের ভুবন সোম ছবিতে, তবে প্রথম ছবিতে শুধু ব্যবহার করা হয়েছিল তাঁর গলা। প্রথম অভিনয় 'সাত হিন্দুস্থানি' ছবিতে। কিন্তু সারা দেশ তাঁকে প্রথম যে ছবির জন্য মনে রাখল, তা হল জঞ্জির। তারপর 'দিওয়ার', "শোলে', 'কালা পাত্থর' , 'অভিমান', 'মিলি' 'গুড্ডি', 'সিলসিলা', 'নমক হারাম', একের পর এক হিট এল তাঁর হাত ধরে। তাঁর ফিল্মি কেরিয়ার পাঁচ দশক পার করেছে, তবু এতটুকু ফিকে হল না অমিতাভ-ম্যাজিক। এডিটরজি বাংলার তরফে সিনিয়র বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা রইল।