ঐশ্বর্য রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে ক্ষমাও চেয়েছেন পাক ক্রিকেটার আব্দুল রজ্জক। এবার সেই নিয়েই মুখ খুললেন অভিনেত্রীর শ্বশুর তথা ভারতীয় সিনেমার কিংবদন্তি অমিতাভ বচ্চন।
বিশ্বকাপের লজ্জাজনক হারের পর পাক ক্রিকেট বোর্ডের উচ্চাশা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রাক্তন মিস ইন্ডিয়া ঐশ্বর্য রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন আব্দুল রজ্জক। একদিনের মধ্যেই অবশ্য নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান। তারপরই নিজের এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন অমিতাভ।
Mohammad Shami: একার হাতে নিউজিল্যান্ডকে ভাঙলেন শামি, টিভিতে কি চোখ ছিল 'বিচ্ছিন্না' স্ত্রী হাসিনের?
পোস্টে লেখা করজোড়ে ক্ষমা চাওয়া লিখিত ভাবে ক্ষমা চাওয়ার চেয়ে অনেক বেশি কার্যকর। প্রসঙ্গ উল্লেখ না করলেও ভক্তদের বুঝতে বাকি নেই কোন প্রসঙ্গে এই মন্তব্য বিগ বি-এর।