৮০ বছর পূর্ণ করতে চলেছেন যিনি, তিনি স্বয়ং ইন্ডাস্ট্রি! আগামী ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। সেই উপলক্ষেই কৌন বনেঙ্গা কারোরপতিতে বিশেষ অতিথি জয়া এবং অভিষেক বচ্চন। জন্মদিনে বিগ বি-র চোখে জল কেন? কী এমন বললেন অমিতাভজায়া?
কেবিসি-১৪ এর ৪২ তম এপিসোডে হট সিটে জয়া। আমিতাভের জীবনসঙ্গী। তাদের দাম্পত্য ৪৯ বছরের। জীবনের নানা চড়াই উতরাইয়ে তারা দুজন পরস্পরের সঙ্গী। একসঙ্গে সাফল্য দেখেছেন, ব্যর্থতা দেখেছেন। ভাগ করে নিয়েছেন সুখ-দুঃখ। কেবিসি-র মঞ্চে সেরকমই কোনও এক অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জয়া। এপিসোডের প্রোমো দেখেই বোঝা যায়, প্রকাশ্যে জয়ার সেইসব কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েছেন অমিতাভ, রুমাল দিয়ে চোখ মুছছেন ঘনঘন।
এপিসোডটি সোনি টিভিতে টেলিকাস্ট হবে বিগ বির জন্মদিনেই, ১১ অক্টোবর। সেই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে আছে গোটা দেশ।