অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত সক্রিয়। তিনি কী করছেন , কী ভাবছেন, বা কোথায় যাচ্ছেন তার বেশ কিছু বিষয় প্রায়শই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে থাকেন বিগবি।
সম্প্রতি ট্যুইটারে, বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লেখা, ‘শিবজিকে দুধ নিবেদন, এবং তুলসীকে জল নিবেদন’, এরপরই তাঁর বাড়ির মন্দিরের কিছু ছবি শেয়ার করেন অমিতাভ বচ্চন। সাদা মার্বেলে তৈরি দেবদেবীর সুসজ্জিত মূর্তি নজর কেড়েছে। এছাড়াও জলসায় নিজের বাড়িতেই রামমন্দির নির্মাণ করেছেন অমিতাভ বচ্চন।
Mimi Chakraborty : মিমি-র জন্য ইউভান-ইয়ালিনির বিশেষ উপহার, রাজ-শুভশ্রীর সন্তানদের কী বললেন অভিনেত্রী ?
বিগবিকে রামমন্দিরের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। প্রতি রবিবার জলসার বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। এদিনের ব্লগে সেসব ছবিও পোস্ট করেছেন তিনি।