দিল্লির গুলমোহর পার্কের বাড়ি ‘সোপান’ (Sopan) ২৩ কোটি টাকা দিয়ে বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দক্ষিণ দিল্লির ওই বাড়িটিতে তাঁর বাবা তথা কিংবদন্তি কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন থাকতেন।
ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট জানাচ্ছে, ওই বাড়িটি কিনলেন নিজোনে গ্রুপ অব কোম্পানিজের সিইও অবনী বাদের (Aavni Bader)। যাঁর সঙ্গে বচ্চন পরিবারের গত ৩৫ বছরেরও বেশি সময় ধরে সুসম্পর্ক। জ্যাপকে-র একটি ডেটাসূত্র জানাচ্ছে, ২০২১ সালের ৭ ডিসেম্বর ৪১৮.০৫ বর্গমিটারের সম্পত্তির রেজিস্ট্রেশন করিয়েছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
আরও পড়ুন: দেব-প্রসেনজিৎ বড়পর্দায় একসঙ্গে! এই পুজোয় জমাটি ডুয়েল দেখবে বাংলা
“এটা অতি পুরনো একটি স্থাপত্য। আমরা এটাকে পুরোটা ভেঙে নতুন করে নিজেদের প্রয়োজনমতো গড়ে তুলব। আমরা এই এলাকায় বহু বছর ধরেই রয়েছি। একটা অতিরিক্ত জায়গার প্রয়োজন ছিল আমাদের। তাই, এই প্রস্তাব আসার সঙ্গে সঙ্গেই একপ্রকার লুফেই নিই তা’, জানান অবনী (Avni Bader)।
জানা গিয়েছে, হরিবংশ রাই বচ্চন ও তেজি বচ্চন পুত্র অমিতাভের সঙ্গে থাকার জন্য মুম্বইতে চলে যাওয়ার পর থেকে এই বাড়িটি ফাঁকাই পড়ে ছিল।