যারা চিরকাল পারফেকশনিস্ট, তাঁদের শেখার কোনও বয়স থাকে না। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সেরকম একটা নাম। আজীবন তাঁর নতুন কিছু শেখার ঝোঁক। তাই ৭৯ বছরেও নতুন কিছু করতে চলেছেন অমিতাভ বচ্চন। নতুন ভাষার ছবিতে কাজ করছেন বিগ বি। গুজরাটি ছবিতে (Gujrati Film) ডেবিউ করতে চলেছেন তিনি।
কয়েকদশক ধরে বলিউডে রাজ করছেন তিনি। হিন্দি ছাড়াও বেশ কয়েকটি প্রাদেশিক ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। হিন্দি ছবির মতই সেই ছবিগুলো জনপ্রিয়তা পেয়েছে। এর আগে গুজরাটি পর্যটনের মুখ হিসেবে বিজ্ঞাপনে অমিতাভকে দেখা গেলেও গুজরাটি ছবিতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভের ছবি 'চেহরে'। সেই ছবির প্রযোজকেরই নয়া গুজরাটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহেনশাহকে।
New Web Series : শ্রীময়ী-জুন আন্টি আবারও একসঙ্গে ! নতুন প্ল্যাটফর্মে, নতুন চরিত্রে ফিরছেন দু'জনে
ছবির নাম ফক্ত মাহিলাও মাতে। এই ছবির জন্য পারিশ্রমিক নিতেও রাজি হননি অমিতাভ বচ্চন।