১০ বছরের খুদের গান শুনে চোখ ভিজল অমিতাভ বচ্চনের। বিগ বি-র ৮০ বছরের জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কৌন বনেগা কাড়োরপতি সিজন ১৪। সেখানেই শাহেনশাকে গান শুনিয়েছেন ছোট্ট প্রাঞ্জল।
খুব অল্প সময়েই বাউল গানের জগতে সাড়া ফেলেছে এই খুদে প্রতিভা। সোনি টিভিরই এক গানের রিয়ালিটি শো-এর প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল প্রাঞ্জল। জন্মদিনের অনুষ্ঠানে নিজের প্রিয় বাংলা গান শুনতে চেয়েছিলেন অমিতাভ। সেই আবদার রাখতেই করিমপুর থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হল প্রাঞ্জলকে। সঙ্গে আরও দুই বাঙালি শিল্পী অনন্যা চক্রবর্তী- গৌতম দাস। কখনও 'আমি চিনি গো চিনি', কখনও আবার জয়া-অমিতাভ জুটির 'তেরে মেরে মিলন কি ইয়ে রায়না' গেয়ে মঞ্চ কাঁপাল প্রাঞ্জল।
West Bengal Weather Update: উত্তরে ভারী, দক্ষিণে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, গরম কি কমবে?
ছোট্ট শিল্পীর গলায় এমন দরদ, আবেগাপ্লুত হয়ে পড়েন আমিতাভ। আর শিশুশিল্পীর নিজের কী অবস্থা! তার যেন বিশ্বাসই হচ্ছে না, বিগ বি-কে গান শুনিয়েছে সে! আর বাবা-মা তো অনুষ্ঠানের সম্প্রচার দেখে কেঁদেই ফেলেছেন।