মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু সেই মানুষ যদি হন অমিতাভের মত লিভিং লিজেন্ড, তাহলে তো শোরগোল পড়েই। সাড়ে চার দশক আগের এক ভুলের জন্য মাফ চাইলেন অমিতাভ, তাও প্রকাশ্যে কেবিসি সিজন ১৪ এর মঞ্চেই।
বিগ বির জন্য রীতিমতো রক্তাক্ত হতে হয়েছিল বিনোদ খন্নাকে। মুকদ্দর কা সিকন্দর ছবির শুটিং চলছে, সাতের দশকের শেষ। পানশালার দৃশ্যে অভিনয় করছিলেন দুই তারকা। কাচের গ্লাস ছোড়ার দৃশ্য। মহরার সময় সব ঠিক ঠাকলেও শুটের সময় সামান্য সময়ের এদিক ওদিক হওয়ায় গ্লাস গিয়ে সোজা লাগল বিনোদ খন্নার থুতনিতে। তারপর রক্তারক্তি কাণ্ড। এত বছর পর কেবিসি-র মঞ্চে এক প্রতিযোগী বিগ বিকে মনে করিয়ে দিলেন সেই ঘটনা।
প্রাথমিক ভাবে অস্বস্তি পেলেও, সামলে নিয়ে অমিতাভ বললেন, 'গলতি হো গ্যায়া'। স্বয়ং শাহেনশা বলেছেন, অতএব সাত খুন মাফ।