বয়স তাঁর আশি পেরিয়েছে । কিন্তু দেখলে তা কে বলবে ! এখনও সেই সোয়্যাগ । আর ফিটনেসে তো কুড়ির যুবককেও হার মানাবেন । তিনিই তো হাজার হাজার মানুষের অনুপ্রেরণা । তাই তো এই ৮১ বছর বয়সেও একের পর এক সিনেমা করে যাচ্ছেন । কথা হচ্ছে অমিতাভ বচ্চনের । মঙ্গলবার সকাল সকাল একটি ভিডিও পোস্ট করেছেন বিগবি । সেখানেই তাঁর মর্নিং ফিটনেস রুটিনের ঝলক মিলল । দু'টো শব্দে আবারও কত মানুষকে অনুপ্রাণিত করলেন তিনি । আর সবটাই ক্যামেরাবন্দী করলেন ছেলে অভিষেক ।
বিগবির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, হুডি আর কালো ট্রাউজার পরে জগিং করছেন অমিতাভ । তাঁর হুডির পিছনের লেখা কিপ গোয়িং...অর্থাৎ চলতে থাক । যদিও কিপ শব্দটা ঢাকা পড়ে গিয়েছে হুডির টুপির তলায় । সেই নিয়ে রসিকতা করে ক্যাপশনে বিগবি লিখেছেন, 'হুডি ক্যাপটি 'কিপ' শব্দটিকে ঢেকে দিচ্ছে .. আসলে এটি 'কিপ গোয়িং' .. হ্যাঁ !!!' একইসঙ্গে তিনি অভিষেককে ধন্যবাদ জানিয়েছেন বিগবি । কারণ এই সবটাই ক্যাপচার করার পিছনে ছিলেন অভিষেক বচ্চন ।
সম্প্রতি, বচ্চন পরিবারকে নিয়েই আলোচনা চলছে বলিউডে । জল্পনা চলছে, অভিষেকের সঙ্গে দূরত্ব বেড়েছেঐশ্বর্যার । বিবাহবিচ্ছেদও নাকি সময়ের অপেক্ষা । এ ঘটনা আদৌ সত্যি নাকি সবটাই গুজব, তার উত্তর সময়ই দেবে ।