৫৫ বছর আগে রিলিজ করেছিল 'সাত হিন্দুস্তানি' ছবি। সেই ছবি দিয়েই বলিউডে পা রেখেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। বাকিটা ইতিহাস। ফিল্ম দুনিয়ায় সাড়ে ৫ দশক পূর্তির লগ্নে বলিউডের শাহেনশা শেয়ার করলেন নিজের এআই অবতারের ছবি।
কৌন বনেগা ক্রোড়পতির ১৩ তম সিজনে বলিউডে পা রাখার সময়ের মজার গল্প শেয়ার করেছেন বচ্চন। 'সাত হিন্দুস্তানি' ছবির পরিচালক খাজা আহমেদ আব্বাস। অডিশনের সময় তিনি জানতে পারেন অমিতাভ বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের ছেলে। সঙ্গে সঙ্গে অমিতাভের বাড়িতে ফোন করেন পরিচালক। তিনি ভেবেছিলেন, বাড়িতে না বলে অডিশন দিতে এসেছেন অমিতাভ।
Vikrant Massey:বন্ধুদের নেমন্তন্ন করে প্লাস্টিকের চেয়ারে বসতে দিতেন, আজ বলিউড কাঁপাচ্ছেন সেই অভিনেতা
৮১ বছর বয়স হলে কী হবে, বিগ বি-র এনার্জি-তে খামতি নেই একটুও। একের পর এক ছবিতে কাজ করছেন তিনি। এই বছরে নাগ অশ্বিনীর ছবি 'কলকি ২৮৯৮'তে তাঁকে দেখা যাবে। এছাড়া রজনীকান্তের সঙ্গে 'ভেত্তিয়া' ছবিতেও কাজ করবেন বিগ বি।