তিনি যেদিন খেলা দেখেন না, সেদিনই ভারত জেতে...সোশ্যাল মিডিয়ায় বিগবি-র এমন মন্তব্যের পরই তোলপাড় নেটপাড়া । বিগবি যাতে ফাইনাল ম্যাচ না দেখেন, তার জন্য বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে অমিতাভকে । কেউ কেউ আবার ম্যাচ না দেখার অনুরোধও জানিয়েছেন । এবার সেইসব কটাক্ষের প্রেক্ষিতেই মুখ খুললেন অমিতাভ বচ্চন ।
বিগবি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন । লেখেন, "এবার ভাবছি, যাব কি যাব না!" তাহলে কি কোনওভাবে ভয় পেয়ে গেলেন অমিতাভ বচ্চন ? আসলে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিগবি । তারই মধ্যে বারবার ভক্তদের বারবার কটাক্ষপূর্ণ মন্তব্য । যখন কোটি কোটি দেশবাসী রবিবার টিভির পর্দায় চোখ রাখবে, হাজার হাজার দর্শক মাঠে গিয়ে খেলা দেখবে, সেইসময় কি ম্যাচ দেখবেন না অমিতাভ ? ক্রিকেট বোর্ডের নিমন্ত্রণও কি রক্ষা করবেন না ? উঠছে প্রশ্ন ।
১৫ নভেম্বর আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের পরে বিগ বি তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি টুইট করেন । সেখানে লেখেন,'যেদিন আমি ম্যাচ দেখি না, সেদিনই ভারত জেতে।' মুহূর্তের তাঁর পোস্ট ভাইরাল হয় । নেটিজেনরা তাঁকে ১৯ নভেম্বর আসন্ন ফাইনাল ম্যাচ দেখার বিরুদ্ধে সতর্ক করেন । একজন ব্যবহারকারী লেখেন, 'ফাইনাল ম্যাচ দেখবেন না স্যার।' আরেকজন লেখেন, 'ঘরে থাকুন, বচ্চন সাহেব।' শেষ পর্যন্ত কী করবেন বিগবি ? সেদিকেও চোখ থাকবে দেশবাসীর ।