জন্মশতবর্ষে মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়, এ খবর বাঙালি দর্শক আগেই পেয়েছে। এবার সৃজিতের গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বাংলার জামাই স্বয়ং বিগ বি। 'পদাতিক'এর পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক এবং অভিনেতাকে।
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম মায়েস্ট্রো পরিচালক মৃণাল সেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
মৃণাল সেনের কোনও ছবিতে অভিনয় না করলেও অমিতাভের গলা প্রথম শোনা গিয়েছিল 'ভুবন সোম' ছবিতে।