দ্বিতীয়বার কোভিড আক্রান্ত অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। স্বয়ং বিগ বি (Amitabh Bachchan Covid) নিজেই টুইট করে তাঁর ভক্তদের এই খবর জানিয়েছেন।
টুইট করে বিগ বি (Amitabh Bachchan) মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। অভিনেতার সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন অমিতাভ। আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
২০২০ সালে কোভিডের প্রথম ঢেউয়েও করোনা থাবা বসিয়েছিল তাঁর শরীরে। সেবারে তিনি ছাড়াও অভিষেক বচ্চন (Abhishek Bachchan), ঐশ্বর্য রাই বচ্চন (daughter-in-law Aishwarya Rai Bachchan) সহ নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হন। কোভিডের থাবায় পড়েন তাঁর বাড়ি জলসার কর্মীরাও। ৮০ ছুঁইছুঁই অভিনেতার দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় ফের উদ্বেগে অনুরাগীরা।