পঞ্চমবারের জন্য রাজ্যসভার সাংসদ হতে চলেছেন জয়া বচ্চন। তার আগে নিজের সম্পত্তির খতিয়ান দিলেন অমিতাভ-জায়া। এই বর্ষীয়ান অভিনেত্রী-রাজনীতিবিদ তাঁর মনোয়নপত্র জমা দেওয়ার সময় ঘোষণা করেছেন তাঁর ও অমিতাভ বচ্চনের মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ। যার অঙ্ক শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১,৫৭৮ কোটি টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার আসনগুলিতে নির্বাচন হবে।
হলফনামা অনুসারে, ২০০৪ সাল থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করা জয়া বচ্চন এমপি বেতন, পেশার থেকে আয়, অনুমোদনের মাধ্যমে নিজের সম্পত্তি বিস্তৃত করেছেন। যেখানে অমিতাভ সুদ, ভাড়া, লভ্যাংশ, মূলধন লাভ এবং সৌর প্ল্যান্ট থেকে আয় করছেন। জয়ার ৪০.৯৭ কোটির গয়না রয়েছে এবং রয়েছে ৯.৮২ লাখ টাকা মূল্যের একটি ফোর হুইলারও। অন্য দিকে, অমিতাভের অলঙ্কারের মোট মূল্য ৫৪ কোটি ৭৭ লক্ষ টাকা। এই সঙ্গে অমিতাভের ব্যক্তিগত সংগ্রহে মোট ১৬টি গাড়ি রয়েছে।