টুইটারে ব্লুটিক হারিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অমিতাভ বচ্চন। তিনি লিখেছিলেন, হাতে আগেই ধরেছি এবার কি পা ধরব?' নীল চিহ্ন ফিরে পাওয়ার আর্জি জানিয়েছিলেন বিগবি। তবে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বলি শেহেনশার সাধ হল পূরণ। ব্লুটিক ফিরে পেয়ে টুইটার কর্ণধার এলন মাস্ককে হাত জোরে ধন্যবাদ জানালেন অমিতাভ বচ্চন৷ তিনি লিখলেন, 'তু চিজ বড়ি হ্যা মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্যা মাস্ক'। আসলে তারকাদের কাছে এই ব্লুটিকের গুরুত্ব বেজায়, এই টিকই বুঝিয়ে দেয় ফেক প্রোফাইলের সঙ্গে আসলের তফাৎ।
আগেই ঘোষণা করা হয়েছিল, মাসে ৬০০ থেকে ৭০০ টাকা লাগবে ব্লু টিক সাবস্ক্রাইব করতে। এই ফি না দিলে বৃহস্পতিবার থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হবে। ফলে গত বৃহস্পতিবারের পর থেকে এই তালিকা দীর্ঘ হয়েছে ভারতের পরিপ্রেক্ষিতে। ব্লু টিক হারিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েটরা।
এমনকী বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েট তারকা এখন ব্লু টিক হারা বলেই জানা গিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, বীর দাস, নার্গিস ফকরি, প্রকাশ রাজ এবং রবি কিশন। শিল্পীদের সঙ্গে এমন কাজ অনুচিত বলেই মনে করছেন তাঁরা।