বাংলা বিনোদন দুনিয়ায় এখন থ্রিলারের রমরমা। হইচই (Hoichoi) (Tushagni) তে এর-ই মাঝে মুক্তি পাচ্ছে রাজনৈতিক থ্রিলার তুষাগ্নি। ছবিতে প্রধান চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)।
ছবির ট্রেলার দেখে বোঝাই যায় ছবির কেন্দ্রে থাকা দুই চরিত্র সেই কলেজ বেলাকার লাভ বার্ডস। তাঁদের প্রেম পরিণতি পেয়েছে। কিন্তু হানিমুনে গিয়েও হঠাৎ উধাও অমৃতা। ছবিতে অর্জুনের চরিত্রটি এক আইপিএস অফিসারের।
Most expensive tea: দুনিয়ার সবচেয়ে দামী চা কোনগুলো, জানেন? আকাশ ছোঁয়া দাম শুনলে চমকে যাবেন
রানা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি হইচইতে দেখানো হবে ৯ জুলাই থেকে। সপ্তাহান্তের দিনদুটো তার মানে সেই রহস্যেই ডুব দিচ্ছে বাঙালি।