RRR এর সাফল্যে সেলিব্রেশনে মাতল আমূল। সম্প্রতি এই ছবির জয়কে ট্রিবিউট দিয়ে আমূল প্রকাশ করেছে একটি মজাদার বিজ্ঞাপন। জুনিয়র এনটিআর, রাম চরণ এবং সঙ্গীত পরিচালক এমএম কিরাভানির একটি মিষ্টি ডুডল শেয়ার করে RRR এর গোল্ডেন গ্লোব জয়ের উদযাপন করেছে এই ডেয়ারি সংস্থাটি। পোস্টটি এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, সম্প্রতি দক্ষিণী ছবি RRR এর মুকুটে জুড়েছে নতুন একটি পালক। বুধবার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয় ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড । এই আন্তর্জাতিক মঞ্চে বাজিমাত করেছে এই ছবি। ছবির ‘নাটু নাটু’ (Natu Natu) সেরা গানের বিভাগে মনোনীত হয়েছিল । সেই বিভাগেই 'আরআরআর'-এর ঝুলিতে ভরেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড । এশিয়ার মধ্যে এই প্রথম কোনও গান আন্তর্জাতিক মঞ্চে সেরার শিরোপা পেল । যা ভারতীয় সিনেমার জগতের সেরা প্রাপ্তি বলা যেতে পারে ।