কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে আর্থিক প্রতারনার অভিযোগে সলমন খানের নায়িকা অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কলকাতার একটি আদালত।
পুলিস সূত্রে খবর ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি করে ১২ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন অভিনেত্রী জারিন খান।
২০১৮ সালে কলকাতায় নির্ধারিত একটি শোতে উপস্থিত না হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট টিম। জারিনের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযোগ, ওই সংস্থা টাকা ফেরত চাইলে জারিন ফোনেই হুমকি দেন তাঁদের। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন জারিন। তাঁর কথায় , 'আমি নিশ্চিত এর কোনও সত্যতা নেই। আমিও অবাক হয়েছি এবং আমার উকিলের সাথে কথা বলে সমস্তটা জানাব।'