কেউ কেউ বলছেন দেশের সবচেয়ে বড় বিয়ে বাড়ি| আর বলবে নাই বা কেন? এই বিয়ের জন্য মায়ানগরীর রাস্তায় যানজট বেঁধে গিয়েছে, এই বিয়েতে জাস্টিন বিবার থেকে রিহানা, রণবীর থেকে সঞ্জয় বসেছে বলিউড-হলিউডের চাঁদের হাট| প্রিওয়েডিং-ই হয়েছে কয়েক দফায়| আগামী ১২ জুলাই বিয়ের দিন , হলদির পর ১০ জুলাই ছিল অ্যান্টিলিয়াতে রাধিকা অনন্তের মেহেন্দি অনুষ্ঠান| মেহেন্দি অনুষ্ঠানেও একে একে উপস্থিত হয়েছেন বলিউড তারকা এবং ক্রিকেটাররা|
জাহ্নবী কাপুর, তাঁর চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন| জাহ্নবীর দিক থেকে চোখ ফেরানো দায়| মেহেন্দি অনুষ্ঠানে একটি রঙবেরঙের লেহেঙ্গায় সেজেছিলেন জাহ্নবী | নজর কেড়েছে তাঁর ফুলে ঠাসা খোঁপা | শিখর পাহাড়িয়াকে ক্রিম কুর্তা ও ম্যাচিং পায়জামায় দেখা গিয়েছে|
চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি এবং অভিনেতা সঞ্জয় দত্ত, রণবীর সিং এবং অনন্যা পান্ডেকেও একেবারে নতুন বেশে দেখা গিয়েছে| সঞ্জয় অনুষ্ঠানের জন্য একটি সোনালি রঙের কুর্তা পায়জামা পরেছিলেন, আর রণবীর একটি এমব্রয়ডারি করা আইভরি কুর্তা সেট পরেছিলেন |
অনন্যা, শানায়ারা একেকটা ইভেন্টে সাজছেন একেক রকম ভাবে| মেহেন্দির জন্য পিচ রঙা সারারা পরেছিলেন শানায়া। অনন্য সেজেছিলেন বেগুনি লেহেঙ্গায়| কৈলাশ খের, মহেন্দ্র সিং ধোনি তাঁর স্ত্রী সাক্ষী ধোনির সঙ্গে এসেছিলেন অনুষ্ঠানে| গায়ক অমিত ত্রিবেদী মাতিয়ে দিয়েছিলেন মেহেন্দি অনুষ্ঠান| 'কেদারনাথ' ছবি থেকে তিনি গেয়েছেন 'নমো নমো' গানটি | বিয়ে বাড়িতে চোখ সরানো যাচ্ছে না, গিন্নির দিক থেকেও | রাজকীয় নীল শাড়িতে অত্যাশ্চর্য লেগেছে নিতাকে | এদিকে ইতিমধ্যেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য, রওনা দিয়েছেন হানি সিং|