রোকা হয়েছিল রাজস্থানে, ডিসেম্বর মাসে। ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক বাগদান সারলেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। সেই উপলক্ষেই মহা উদযাপন মুকেশ আম্বানি-নীতা আম্বানির মুম্বইয়ের বাসভবন অ্যান্টালিয়ায়।
বাগদান অনুষ্ঠান যেন চাঁদের হাট। বলিউড থেকে শুরু করে ক্রীড়া জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, ঐশ্বর্যা রাই বচ্চন, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, অঞ্জলি তেন্ডুলকর, কিরণ রাও, রাজকুমার হিরানি-সহ একাধিক তারকা উপস্থিত ছিলেন।
পরিবারের সকলের উপস্থিতিতে অ্যান্টিলিয়াতে এদিন একে অপরের আঙুলে আংটি পরিয়ে বাগদান সারবেন অনন্ত এবং রাধিকা। রাধিকা-অনন্তের পরিচয়-প্রণয় বেশ কয়েক বছরের।
জুন মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি আয়োজিত অনুষ্ঠান উপলক্ষে 'জিও ওয়ার্ল্ড সেন্টার'-এ নৃত্যশিল্পী রাধিকা মার্চেন্ট-এর প্রথম বার মঞ্চে নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠান আয়োজনের মূল কর্ণধার ছিলেন আম্বানি পরিবার এবং মার্চেন্ট পরিবার।