এতদিন যা দেখা গিয়েছে, তা ছিল কেবলই গৌড়চন্দ্রিকা| কিন্তু আজ ডি ডে| এত আনন্দ আয়োজন তো এই দিনের জন্যই| আজই বহু প্রতীক্ষিত সেই দিন| অম্বানিদের বাড়িতে বিয়ে| আজই চার হাত এক হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের|
ইতিমধ্যেই মায়ানগরীতে এসে উপস্থিত হয়েছেন সমস্ত মাধ্যমের উজ্জ্বল তারারা| দীর্ঘ কয়েক মাস ব্যাপী প্রিওয়েডিং অনুষ্ঠান চলার পর, আজ সেই মাহেন্দ্রক্ষণ-এর অপেক্ষায় আম্বানিরা| গোটা দেশও কার্যত চেয়ে রয়েছে দেশের সবচেয়ে বড় বিয়ে বাড়ির ঝলক দেখার অপেক্ষায়|
এখানেই শেষ নয় এরপর জুটির গ্রান্ড রিসেপশন হবে ১৫ জুলাই | অম্বানিদের সেই উপলক্ষ্যে তিন দিন ব্যাপী মহা উদযাপনের আয়োজন মুম্বইতে।