এত অপেক্ষা যে দিনটার জন্য, অবশেষে সেই দিন এল। চার হাত এক হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের। রূপকথার মতো সেই বিয়ের ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে ধীরে ধীরে। হাতে হাত, চোখে চোখ- রাধিকার দিকে এক দৃষ্টে চেয়ে অনন্ত। যেন এই দিনের স্বপ্নই দেখেছিলেন দুজনে।
যাদের জন্য এত আয়োজন, তাঁদের বিয়ে সারা হল। মুম্বাইয়ের বিকেসির জিও সেন্টারে দম্পতি প্রতিজ্ঞাবদ্ধ হলেন। নববধূর বেশে চোখ জোড়ানো সাজে সেজেছিলেন রাধিকা। সাদা লেহেঙ্গার উপর লাল জরির পাড়, নজর কেড়েছে তাঁর দুটি দোপাট্টা। সেজেছিলেন পান্না হীরের ঠাসা কাজ করা গয়নায়। হাতে পরেছিলেন চূড়া।
Anant Ambani Wedding: বিয়ের খুশিতে আত্মহারা! তারকাদের সঙ্গে নাচ অনন্তের
রাধিকার সঙ্গে মানানসই পোশাকে সেজেছিলেন অনন্ত নিজেও। তাঁর পরনে ছিল লাল শেরওয়ানি। তাতে জরির ঠাসা কাজ। গলায় ছিল পান্নার মালা। স্বর্ণালী সন্ধ্যায় বিশ্বের তাবড় তারকাদের সাক্ষী রেখে ছোটবেলার প্রেমের পরিণতি দিলেন অনন্ত এবং রাধিকা। এডিটরজি বাংলার তরফে, নবদম্পতিকে নতুন জীবনের অশেষ শুভেচ্ছা।