অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে ঘিরে তারকার মেলা মুম্বইয়ে। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, বাবা রামদেব থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রয়েছে তাঁদের রিসেপশন। ওই অনুষ্ঠানে যোগ দেবে টলি তারকা রাইমা সেন। ইতিমধ্যে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। নিজের পোষ্যকে নিয়ে কলকাতা বিমানবন্দরে ক্যামেরার সামনে ধরা দিলেন তিনি।
অনন্ত রাধিকার বিয়েতে ফ্যাশন প্যারেড ইতিমধ্যে শুরু হয়েছে। চোখ ধাঁধানো পোশাকে হাজির হয়েছেন সবাই। তবে রাইমা আগেই জানিয়েছেন কোনও ডিজাইনার নয়, মায়ের শাড়িই পড়বেন তিনি।
এদিকে শনিবার রয়েছে আশীর্বাদ অনুষ্ঠান। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওই আসর বসেছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন। নিখিল নন্দা এবং নব্যা নাভেলি নন্দার সঙ্গে ছবিও তোলেন তিনি। অন্যদিকে ওই অনুষ্ঠানে রেড কার্পেটে পুষ্পা পোজ দিতে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানাকে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছে চাঙ্কি পান্ডে, সানায়া কাপুর, দিশা পাটানি, সানিয়া মির্জা প্রমূখ।
বাদ নেই ক্রিকেটাররাও। মহেন্দ্র সিং ধোনি, সূর্যকুমার যাদব, সচিন তেন্ডুলকরকেও দেখা গিয়েছে ওই অনুষ্ঠানে। এদিকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রবীণ নেতা কমল নাথও ওই বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছেন।
শুক্রবারের পরেও শনিবারও জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রয়েছেন রজনীকান্ত, বিধু বিনোদ চোপড়া, শাহিদ কাপুর, মীরা মির্জা।
শুধু যে টলি-বলি তারকা বা ক্রিকেটাররা হাজির হয়েছেন এমনটা নয়। বিগ ফ্যাট ওয়েডিং-এ হাজির হয়েছেন দ্বারকা পীঠের শঙ্করাচার্য় স্বামী সদানন্দ সরস্বতী এবং জ্য়োতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।