ঠিক যেন বলিউডের সিনেমায় দেখা বিগ ফ্যাট ওয়েডিং। হইহই করে বাড়িতে বর বেরোলেন রোলস রয়েস চেপে। বিয়ের ভেন্যুতে পৌঁছে অনন্ত আম্বানির সে কী নাচ। বিয়ের লগ্ন শুরু হয়নি, রাধিকাকে দেখার আগেই বিয়ের খুশিতে নেচে উঠলেন অনন্ত।
মাথায় লাল পাগড়ি, গায়ে সোনালি স্যুটে রাজকীয় সাজ মুকেশ-নীতার ছোট ছেলের। সন্ধে নামতেই বিয়ের মণ্ডপ আলো করতে শুরু করেছেন দেশি বিদেশি তারারা, সে আলোয় ঝলসে যাচ্ছে মুম্বই নগরী। অতিথিদের সঙ্গে নিজের বিয়ের উদযাপনে মাতলেন অনন্ত আম্বানি।
আমন্ত্রিতের তালিকায় দেশ-বিদেশের হু'জ হুরা। । তাঁদের আপ্যায়নের ব্যবস্থাও এলাহি। বিদেশিদের আতিথেয়তায় এতটুকু কমতি রাখেনি আম্বানি পরিবার। অতিথিদের মায়ানগরীতে আনার জন্য ফ্যালকন-২০০০ জেট প্লেনের ব্যবস্থা করা হয়েছে, একটা দু'টো নয়, একশোটা। বিয়ের সব অনুষ্ঠানে বিপুল আয়োজন।