যে দিনের জন্য এত অপেক্ষা, এত আয়োজন, আজ সেই দিন। অনন্ত-রাধিকার চার হাত এক হওয়ার দিন। ডি ডে-র সকাল থেকেই হইহই কাণ্ড অ্যান্টালিয়ায়। এগিয়ে আসছে বিয়ের লগ্ন, বিকেল বিকেল রোলস রয়েসে চেপে বর বেশে রাধিকাকে বিয়ে করতে চললেন মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত।
ফুলে মোড়া রোলস রয়েসের চাকা গড়াতেই বরযাত্রীরাও একে একে বিলাসবহুল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। গন্তব্য বিয়ের ভেন্যু। অনন্তের গাড়ি ছাড়ার আগে ঢোল বাজিয়ে, মহাসমারোহে উদযাপন শুরু হল। বাজনার সঙ্গে সে কী নাচ! ভারতের সবচেয়ে ধনী পরিবারের ছোট ছেলে বিয়ে করতে যাচ্ছেন বলে কথা।
১২, ১৩, ১৪, ১৫, চারদিন ধরে চলবে নানা অনুষ্ঠান, বিয়ের রীতি রেওয়াজ। বিয়ের সকালেও নানা আচার ছিল, সে সবের নানা মুহূর্তেরছবিও সামনে এসেছে। চলতি বছরে অনন্ত-রাধিকার দু'দুটো প্রিওয়েডিং ছাড়াও এই সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয়েছে জমকালো হলদি-মেহেন্দি-সংগীত।