শুধু দেশ নয়, এই মহাদেশের ধনীতম ব্যবসায়ী মুকেশ আম্বানীর ছোট ছেলের প্রিওয়েডিং বলে কথা। জামনগরের তিনদিনের জাঁকজমক, আড়ম্বর, খরচ, উদযাপনের বহর রেকর্ড গড়ার মুখে। এ হেন 'বিগ ফ্যাট ওয়েডিং' যদি কারোর দেখা প্রথম ভারতীয় বিয়ে হয়, মাথা তো ঘুরবেই! তেমনটাই হল স্বয়ং বিল গেটসের। নিজেই স্বীকার করেছেন।
উদযাপনের দিনক্ষণ, ড্রেস কোড সবাই আগেই জানিয়ে রাখা হয়েছিল বিল গেটসকে। সব পরিকল্পনা করেই ভারতের আরও নানা কাজের দিন, সময় নির্ধারণ করে রাখা হয়েছিল, আর পোশাক আশাক বিল গেটসের মাপে মাপে বানিয়ে রাখার ব্যবস্থাও হয়েছিল। ভারতে এসে দিন কয়েক বেশ ঘটনাবহুল কেটেছে বিলের। অনন্ত-রাধিকার প্রিওয়েডিং-এ পুরনো বন্ধু (নন্দন নিলেকানি, মার্ক জুকারবার্গ)দের সঙ্গে মোলাকাত হয়েছে, আড্ডা, খাওয়া দাওয়া, সাজগোজ সবই হয়েছে জমিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিল গেটস জানিয়েছেন, এটাই তাঁর দেখা প্রথম ভারতীয় বিয়ের উদযাপন। অনন্ত-রাধিকার মতো বিয়ে দিয়েই শুরু, দেশের সবচেয়ে জাঁকজমকপুর্ণ! এর পর এ দেশের অন্য বিয়ে তো ফিকে লাগবেই!