টলিপাড়ার নয়া মা-মেয়ে জুটি! মা এর চরিত্রে জাতীয় পুরস্কার প্রাপ্ত অনন্যা চট্টোপাধ্যায়, আর মেয়ে হচ্ছেন রানি রাসমণি খ্যাত দ্বিতিপ্রিয়া। ছবির নাম অন্নপূর্ণা।
ছবির নাম ভূমিকায় থাকছেন অনন্যা। তাঁর মেয়ের চরিত্রে দ্বিতিপ্রিয়া। কিন্তু মা-মেয়ের আর পাঁচটা গল্পের চেয়ে একটু আলাদা 'অন্নপূর্ণা'। বিলেতবাসী মেয়ের কাছে থাকতে যায় মা। মেয়ের জীবনের সঙ্গে কতটা দূরত্ব মায়ের? কীভাবে আত্মজার কাছে থেকে একাকিত্ব গ্রাস করে মা-কে? মে আনন্দীর স্বামীর ভুমিকায় অর্ণ মুখোপাধ্যায়। তবে ছবির গল্পে আসল টুইস্ট কিন্তু ঋষভ বসু এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। দুজনের চরিত্রে গল্পের মোড় ঘুরিয়ে দেয়।
রক্তের সম্পর্কের বাইরের দুই মানুষ অনেকটা বদলে দেয় অন্নপূর্ণার জীবন। এসকে মুভিজের প্রযোজনার নতুন ছবি যে বেশ খানিকটা ছক ভাঙা, তা বোঝাই যায়। তবে সে গল্প দর্শকের কতোটা মন ছোঁয়, তা বলবে সময়।