পেশা মূলত অভিনয়, প্যাশন নাচ। কিন্তু এবার কি পেশা বদলাচ্ছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়? এবার কি গল্প বলিয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে? জেনে নেওয়া যাক, আসল ব্যাপার।
রেডিয়ো ছেড়ে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন মীর, চ্যানেলের নাম 'গপ্প মীরের ঠেক', সেখানেই প্রতি শনিবার আসে নতুন গল্প, শুধু যে মীরই গল্প বলেন তা নয়, নানা তারকারাও আসেন অতিথি হয়ে, সেরকমই এক এপিসোডে গল্প বলতে আসছেন অনন্যা।
এবার গপ্পো মীরের ঠেকে আসছে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'