একে একে নিভিছে দেউটি! চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee)। গত দিন দুয়েক ধরেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা।
অভিনেতার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের ছড়াছড়ি। জন অরণ্য (Jana Aranya) ছবির উৎপল দত্ত এবং প্রদীপ মুখোপাধ্যায়ের চরিত্রের কথোপকথনের সেই জনপ্রিয়, বহু চর্চিত দৃশ্যের ক্লিপিংস শেয়ার করেছেন অনেকেই।
পরিচালক অনীক দত্ত (Aneek Dutta) সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন, কিছু দিন আগেই তাঁর একটি ছবির চরিত্রের জন্য সদ্য প্রয়াত অভিনেতার কথা ভেবেছিলেন তিনি।
Boudi Canteen Teaser out :'মেয়েদের স্বাধীন হওয়া মানেই কি পুরুষদের মতো হওয়া ?' প্রশ্ন তুলছেন শুভশ্রী
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী শেয়ার করেছেন একটি দীর্ঘ পোস্ট। প্রদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর শেষ একসঙ্গে কাজ ইন্দ্রাশীষ আচার্য। সেই ছবরই একটি দৃশ্য শেয়ার করেছেন অভিনেত্রী। সুদীপ্তার বাবার চরিত্রে প্রদীপ মুখোপাধ্যায়, মৃত্যু সজ্জায়। খালি গলায় গান গাইছেন মেয়ে।