সন্দীপ রায়ের হত্যাপুরী ছবিটি নিয়ে সমালোচকদের নানা মত। কিন্তু ছবি ভাল লেগেছে, এক বাক্যে স্বীকার করলেন পরিচালক অনীক দত্ত।
সম্প্রতি হলে গিয়ে হত্যাপুরী দেখেছেন পরিচালক অনীক দত্ত। 'সন্দীপ রায়ের সেরা ছবিগুলোর একটা', ছবি দেখে এমনই প্রতিক্রিয়া অনীক দত্তের। ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্তের প্রশংসাও করেছেন। সঙ্গে নাম না করে তুলনা টেনেছেন সৃজিতের সিরিজের ফেলুদা টোটা রায় চৌধুরির সঙ্গে। টোটার চেয়ে ইন্দ্রনীলকেই বেশি পছন্দ হয়েছে অপরাজিত-র পরিচালকের।
খুব শিগগির জি ফাইভেও আসতে চলেছে 'সাবাশ ফেলুদা' সেখানে প্রদোষ মিত্রের ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে।