গত শুক্রবারই মুক্তি পেয়েছে পরিচালক অনীক দত্তর (Anik Dutta) ‘অপরাজিত’ (Aparajito)। ছবি মুক্তির আগে থেকেই নানা কারণে চর্চায় রয়েছে এই ছবি। ছবির আইএমডিবির (IMDB) রেটিং ছাপিয়ে গেল দক্ষিণী ছবি ‘কেজিএফ ২’-কেও (KGF Chapter 2)। আইএমডিবির রেটিং-এ অপরাজিত পেয়েছে ৯.৩। অন্যদিকে দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর রেটিং ৮.৯। একই সপ্তাহে মুক্তি পাওয়া অন্য বেশ কিছু বিগ বাজেটের বলিউড ও দক্ষিণী ছবিকেও টেক্কা দিয়েছে অনীকের ‘অপরাজিত’।
সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ ছবি তৈরির নেপথ্যের গল্পই সাদা কালোয় পর্দায় ফুটিয়ে তুলেছেন অনীক দত্ত। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে’ ও ‘টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে ছবিটি।
প্রায় নিখুঁত ভাবে এক 'অপরাজিত' মাস্টারপিসের জন্মকথা পর্দায় ফুটিয়ে তুললেন অনীক দত্ত
তবে সত্যজিৎ রায়কে নিয়ে তৈরি ছবি কলকাতার অন্যতম জনপ্রিয় সরকারি প্রেক্ষাগৃহ নন্দনে দেখানো না হওয়ায় বেশ কিছু বিতর্কও তৈরি হয় ছবিকে ঘিরে।