২৯ তম কলকাতা চলচ্চিত্র (KIFF 2023) উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে । মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে সিনেমার উৎসব। মঙ্গলবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যামেরাবন্দী হন ভাইজান (Salman Khan)। তার আগের দিন রাতে শহরে উপস্থিত হয়েছেন অনিল কাপুর (Anil Kapoor) । এই প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ তিনি আলো করবেন। শহরে নেমেই একটি ৫ তলা হোটেলে আড্ডা জমান অনিল কাপুর। সেই আড্ডায় উপস্থিত ছিলেন বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
এই মুহূর্তে বক্সঅফিসে ররমরমিয়ে চলছে তাঁর ছবি অ্যানিমাল, অনিলকে শুভেচ্ছা জানান সকলেই। তখনই অনিল যেন, টাইমমেশিনে ফিরে যান ৪৪ বছর আগের কলকাতায়। যখন তিনি প্রথম বার এই শহরে পা রেখেছিলেন। অনিল জানান তরুণ মজুমদার, মৃণাল সেনদের মতো কিংবদন্তি পরিচালকদের সিনেমায় অভিনয়ের জন্য একাধিকবার অডিশন দিয়েছিলেন অনিল, কিন্তু বলতে দ্বিধা নেই সেসময় কোনোটাই তিনি পাশ করতে পারেননি।