কলকাতা চলচ্চিত্র (Kolkata International Film Festival) উৎসবে প্রথমবারের জন্য আলো হয়ে এসেছেন মিস্টার ইন্ডিয়া অনিল কাপুর (Anil Kapoor)। এদিন উদ্বোধনীর মঞ্চে বলতে উঠে ‘City Of Joy’-কে ভালবাসার কথা বললেন অনিল কাপুর। তাঁর কণ্ঠে উঠে এল বাংলার মননশীল, সাংস্কৃতিক চর্চার স্তুতি। মঞ্চে উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে ‘মহানায়ক’ সম্মান জানালেন অনিল কাপুর।
KIFF 2023 : 'এত ছোট...', সিনেমার মঞ্চে দিদি-র বাড়ির কথা ভাইজানের গলায়
পাশাপাশি, জানালেন কলকাতা (Kolkata) সম্পর্কে তাঁর আবেগের কথা। ৪৩ বছর আগে ১৯৭৯ সালে কলকাতা থেকেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অনিল কাপুর। প্রায় ৪৫ দিন বালিগঞ্জে একটা গেস্ট হাউসে থেকেই শ্যুটিং চালিয়ে গিয়েছেন তিনি। মৃণাল সেন, তরুণ মজুমদার, বিমল রায়, ঋতুপর্ণ ঘোষ, অশোক কুমার সহ বাংলার কিংবদন্তিদের কুর্নিশ জানান মিস্টার ইন্ডিয়া।